Wednesday, March 29, 2023

মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও বিশ্ব ইসলামী মহা সম্মেলন ২০২৩ ইং উপলক্ষে

বেতাগী’তে জাকের পার্টি ছাএফ্রন্টের, দাওয়াতী মিশন ও প্রস্তুতি সভা বেতাগী উপজেলা ছাএফ্রন্টের, পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর মহা পবিত্র বিশ্ব উরুস শরীফ ২০২৩ ইং উপলক্ষে জাকের পার্টির সহযোগী সংগঠন বেতাগী উপজেলা শাখায়।পুরাতন সিনেমা হল সংলগ্ন, নদী বন্দর বেতাগী। মিশন সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭শে জানুয়ারী) মিশন সভা চলে ঐদিন বাদ আসর থেকে রাত ৮টা পর্যন্ত।

উক্ত ছাত্র সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
মোঃ রুবেল মিয়া সভাপতি, জাকের পার্টি ছাএফ্রন্ট,বরগুনা জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
আরেফীন মাহামুদ আরিফ,সাধারণ সম্পাদক জাকের পার্টি ছাএফ্রন্ট, বরগুনা জেলা।

মিশন সদস্য
কাজী মোঃ শরিফুল ইসলাম মামুন
সাংগঠনিক সম্পাদক,জাকের পার্টি ছাএফ্রন্ট, বরগুনা জেলা।
সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
উক্ত সভায়
সভাপতিত্ব করেন, বেতাগী উপজেলা জাকের পার্টি ছাএফ্রন্টের, সভাপতি,মোঃ রাকিব সিকদার।
জাকের পার্টি ছাএফ্রন্ট, বেতাগী উপজেলার।সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন, উপস্থিত নেতাকর্মী উক্ত সভায় বক্তব্য রাখেন। জাকের পার্টি ছাএফ্রন্ট, বেতাগী উপজেলার, সভাপতি মোঃ রাকিব সিকদার, বলেন বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী আমাদের যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই আদর্শ ধারণ এবং লালন করে ৭ টি ইউনিয়ন ও, ওয়ার্ডের সকল ছাএদের। দলে দলে জাকের পার্টি ছাএফ্রন্টের। পতাকা তলে আসার আহ্বান জানান , সভা পরিচালনা করেন মোঃ স্বপন মাহামুদ,সিনিয়র সভাপতি, জাকের পার্টি ছাএফ্রন্ট, বেতাগী উপজেলা। পরে তবারক বিতরণ মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়