Tuesday, June 6, 2023

দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে উপজলা আওয়ামীলীগের উদ্যোগে দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা উপলক্ষ্যে জনসমাবেশ অুনষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে পৌর শহরের আ,লীগের দলীয় কার্যালয় ২নং রাইচ মিল চত্বরে এই সংবর্ধনা ও জনসমাবেশ অুনষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীরের সঞ্চালনায় সংবর্ধনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বীরমুক্তিযাদ্ধা, সাবেক মন্ত্রী ও দিনাজপুর জেলা আ,লীগের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সাবেক এমপি আজিজুল হক চৌধুরী, সাবেক এমপি আব্দুল লতিফ, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমূখ।

এসময় বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর চার উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অন‍্যান‍্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়