Wednesday, March 29, 2023

তানোরে ৩৯ টি চৌরাই মোবাইল সহ গ্রেপ্তার ০১

আকাশ সরকারঃ রাজশাহীর তানোর উপজেলার সিমান্তবর্তী চৌবাড়িয়া বাজার থেকে বিভিন্ন কোম্পানির ৩৯ টি চৌরাই মোবাইল ফোন ও নগদ ৮হাজার ৮শ’ টাকাশহ ১জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।

গ্রপ্তারকৃতের নাম জাহিদ হাসান (৩০), সে মান্দা উপজেলার মশিদপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র।

এঘটনায় তানোর থানার এসআই আব্দুর রউফ বাদি হয়ে ১জনেক আসামী করে তানোর থানায ৪১১/৪১৩ ধারায় প্যানাল কোর্ট আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে চৌবাড়িয়া বাজার এলাকায় চৌরাই মোবাইল ফোন ক্রয় বিক্রয় করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত পৌনে ১০ টার দিকে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়ার নেত্রীত্বে অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে চৌবাড়িয়া বাজারের কলেজের দক্ষিনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করেন।

এসময় তার কাছে থাকা একটি কালো ব্যাগে থাকা ৩৯ বিভিন্ন কোম্পানির চৌরাই মোবাইল ফোন ও মোবাইল ফোন বিক্রির ৮ হাজা ৮শ’ টাকা উদ্ধার করেন।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরেই চৌরাই মোবাইল ফোন ক্রয় ও বিক্রয় করে আসছিলো।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে গ্রেপ্তার করা। গ্রেপ্তাকৃতকে পুলিশ স্কোটের মাধ্যমে জেল আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়