Friday, June 2, 2023

র‍্যাব১২’র অভিযানে মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত গ্রেফতার

আকাশ সরকারঃ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যা ব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় ২৯ জানুয়ারি ২০২৩ ইং তারিখ রাত ১০:০০ ঘটিকায় র‍্যাব-১২’র কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন মন্ডলপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাফি মালিথা (৪৮), পিতা-ছলিমুদ্দিন মালিথা, সাং-ফিলিপ নগর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়