Wednesday, March 29, 2023

রাজশাহী বিভাগে জয়িতার সম্মাননা পেলেন পাঁচ নারী

সারোয়ার জাহান বিপ্লবঃ রাজশাহী বিভাগে জয়িতার সম্মাননা পেয়েছেন পাঁচ নারী। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জয়িতা অন্বেষণে বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পাবনা জেলার কেয়া ইসলাম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রাজশাহী জেলার ড. সাঈদা আঞ্জু, সফল জননীতে পাবনার মনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা জয়পুরহাট জেলার মৌসুমি আকতার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য রাজশাহীর মর্জিনা পারভীন।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন আকতার রেণী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, উপ-মহাপুলিশ পরিদর্শক রাজশাহী রেঞ্জ আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়