Wednesday, March 29, 2023

রাজশাহীর গোদাগাড়িতে পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীতে গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল এর বিরুদ্ধে।

বুধবার (১ফেব্রুয়ারি) বিকেল ৩.৪৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ আবু তাহের। আবু তাহের দৈনিক মাতৃজগত পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন।

সূত্রমতে জানাযায়, গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক মো: আবু তাহের কে সবার সামনে গালাগালি করেন পুলিশ কনস্টেবল মোঃ আরিফুল ইসলাম (বিপি নাম্বারঃ৮৫০৪০১৪৬৯৯)। ইতিপূর্বেও এই কনস্টেবলের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোটর সাইকেল উপহার নেওয়ার খবর পাওয়া যায়। তার বর্তমান কর্মস্থল গোদাগাড়ি থানার প্রেমতলি তদন্ত কেন্দ্রে।
তবে একজন সংবাদকর্মীর সাথে পুলিশ কনস্টেবলের এমন আচরণ খুবই দুঃখজনক। কারন রাষ্ট্রীয় উন্নয়ন ও জনগণের সেবায় একজন সাংবাদিক বা সংবাদমাধ্যমের ভূমিকা অতুলনীয়। তাই সাংবাদিকের সাথে এমন আচরণের দ্রুত বিচারের দাবী জানান রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা। এতে ঐ কনস্টেবলের সমালোচনা করে তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবী জানান।

এবিষয়ে সাংবাদিক আবু তাহের চরম আতঙ্কিত রয়েছেন। কারন যেকোন সময় ঐ কনস্টেবল মিথ্যা মামলায় (পেনডিং) বা মাদক মামলায় ফাঁসাতে পারে।

বিষয়টি নিয়ে রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখ্যপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমের সাথে কথা বললে তিনি জানান, এমন ঘটনা আমার জানা নাই । আমি খোঁজ নিয়ে দেখছি। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে খুবই দুঃখজনক। তবে কেন হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়