
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে নওগাঁগামী বাসে তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ নাজমুল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের সদস্যরা। সে ব্রা²নবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ফতপুর গ্রামের সাহাদাত আলী মিয়ার ছেলে। গতকাল শনিবার সকালে ঢাকা-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড নামকস্থানে গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার সান্তাহার খ সার্কেলের ভারপ্রাপ্ত পরিদর্শক রফিকুল ইসলাম জানান, চট্রগ্রাম থেকে বাস যোগে নওগাঁ মাদক আসছে এমন গোপন সংবাদের ভিক্তিতে গত শনিবার ভোর থেকে ঢাকা-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পূর্ব ঢাকারোড নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন বাস তল্লঅশি কালে সকাল সাড়ে ৭ টায় চট্রগ্রাম থেকে নওগাঁগামী ঢাকা মেট্রো- ব-১৪-২৪৫১ নম্বর নওগাঁ ট্রাভেল্স নামের বাসে তল্লাশি কালে জে-১ ন্মবর সিটে বসা নাজমুল মিয়া নামের যাত্রীর দুই পায়ের মাঝ খানে প্লাষ্টিক ব্যাগে রাখা গাঁজাসহ তাকে গ্রেফতার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃত নাজমুল মিয়াকে আদালতে প্রেরণ করা হয়েছে।