
নিজস্ব প্রতিবেদক: দিনের আলো হিজড়া সংঘের সাথে আরএমপি’র পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আরএমপি’র পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম(বার)।
সভায় দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা সেকেন্ডার আলী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুমার ঘোষ, দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শরীফ সুমন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সাগরিকাসহ দিনের আলো হিজড়া সংঘের সদস্যবৃন্দ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।