Saturday, March 25, 2023

পবায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সারোয়ার জাহান বিপ্লব: রাজশাহীর পবায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা পর্যায়ে ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এছাড়াও এদিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে ইমাম, খতিব ও আলেম ওলামা, পুরোহিত, ফাদারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

পবা উপজেলা সহকারী কমিশনার ভুমি অভিজিত সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহীর বিভাগীয় পরিচালক রেজ্জাকুল হায়দার, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পবা প্রতিনিধি রুহুল আমিন নুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পবা ফিল্ড সুপার ভাইজার মুসলেহুদ্দীন।

উপস্থিত ছিলেন নওহাটা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সাব্বির, হরিয়ান ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসাইন সাগর, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পবা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মাননানসহ উপজেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, খতিব ও আলেম ওলামা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়