
সারোয়ার জাহান বিপ্লব: রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খাদিজা আক্তার (১৮) নামের এক তরুণী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১১ টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডলফিন ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা আক্তার তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।
মহানগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেলকে একটি মালবাহি ট্রাক ধাক্কা দিলে পেছনে বসে থাকা খাদিজা চাকার নিচে পড়ে গুরতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।