
আকাশ সরকার,রাজশাহী: সিপিএসসি,র্যাব-৫ রাজশাহীর অভিযানে ৩১১ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গতকাল বুধবার ০৮ ফেব্রুয়ারী রাত ১০ টায় রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন নওদাপাড়া স্কুল মোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ৩১১ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল,২টি সীমকার্ড, ১টি ইজিবাইক, ১টি কার্টুন বক্স উদ্ধার সহ ২ জন মাদক কারবারি আটক করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন, শ্রী শুভম কুমার দাস শুভ (২০), পিতা-শ্রী বিশ্বজিৎ কুমার দার, ২। পাপন দাস (১৯), পিতা-মৃত আনন্দ দাস, উভয় সাং-সুলতানাবাদ, থানা-বোয়ালিয়া জেলা রাজশাহী।
র্যাবসূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, যাত্রীবেশে রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার হতে ০২ জন লোক (ড্রাইভারসহ) ইজিবাইকে করে অবৈধ মাদকদ্রব্য নিয়ে রাজশাহী মহানগরীর কাটাখালি থানাধীন ০২ নং নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মোড়ের দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই র্যাবের টিম উক্ত ঘটনাস্থলে জনৈক মোঃ মাতুল (৬০), পিতা-মৃত কাছিম উদ্দিন এর সেমিপাকা দোকান ঘরের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে। চেকপোষ্ট পরিচালনাকালে ০১টি ইজিবাইক চেকপোষ্টের সামনে আসলে সেটি থামানোর সংকেত দেওয়া মাত্রই ইজিবাইক থামিয়ে ০২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে ঘটনাস্থলেই আটক করে। আসামীরা জানায় যে, উক্ত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরসহ আশ-পাশের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল এবং ইতিপূর্বে আরো কয়েকবার বিভিন্ন পন্থায় গোপনে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করেছিল মর্মে স্বীকার করে।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।