Tuesday, March 28, 2023

র‌্যাবের অভিযান ৩১১ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

মো.পাভেল ইসলাম স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে র‌্যাব-৫ অভিযান চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার দিবাগত রাত ১০ টার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার নওদাপাড়া স্কুল মোড় এলাকা থেকে ফেন্সিডিল উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো,নগরীর সুলতানাবাদ এলাকার বিশ্বজিতের ছেলে শুভম কুমার (২০) আনন্দ দাসের ছেলে পাপন দাস (১৯)।

বৃহস্পতিবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পেরে নগরীর কাটাখালী থানাধীন নওদাপাড়া স্কুল মোড় এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় ১টি ইজিবাইক চেকপোষ্টের সামনে আসলে সেটি থামানোর জন্য সংকেত দেয়া মাত্রই তারা ইজিবাইক থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করে র‌্যাব।

পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ৩শ’ ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। পরে তাদের নগরীর কাটাখালী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়