Saturday, March 25, 2023

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে তৃণমূল বিএনপি

নিউজ রাজশাহী ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

উচ্চ আদালতের নির্দেশে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে সাংবাদিকদের তিনি বলেন, ‘আপিল বিভাগ সম্প্রতি তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার পক্ষে নির্দেশ দিয়েছেন। আমাদের আদালতের আদেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আদেশ বাস্তবায়ন করব।’

প্রায় একই নামের একাধিক দল থাকলে কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘জাসদের মতো প্রায় একই নামের আরও অনেক রাজনৈতিক দল আছে।’ তৃণমূল বিএনপির নির্বাচনী প্রতীক ‘সোনালি আঁশ’ বলেও জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) সাবেক নেতা নাজমুল হুদা তৃণমূল বিএনপি গঠন করেন। ২০১৭ সালের ডিসেম্বরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেন তিনি।

ইসি কর্মকর্তাদের মতে, নির্ধারিত সময়ের পর আবেদন করায় সেসময় ইসি দল হিসেবে এটির নিবন্ধন দেওয়া হয়নি। পরে দলটির নিবন্ধন চেয়ে নেতারা আদালতে যান।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়