
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট মুক্তারপুরে জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।
বিজ্ঞপ্তিতে আরো জানান, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই পিপিএম এর নেতৃত্বে এসআই ইনামুল ইসলামসহ সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি ভোর ৪ টার দিকে চারঘাট থানা মোক্তারপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়।
এসময় ৫০ পিচ ইয়াবাসহ মোক্তারপুর মধ্যপাড়া মাসুদ রানা অরোফে হালি মাসুদের স্ত্রী খালেদা আক্তার (৩০) ও সেকেন্দার আলীর ছেলে মোক্তারপুর দফাদারপাড়া মোঃ রবিউল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করে। ওই মামলায় পলাতক আসামী মোক্তারপুর মধ্যপাড়া আবু বক্করের ছেলে মাসুদ রানা @ হালি মাসুদ (৪৫) কে শুক্রবার বাঘা মীরগঞ্জ থেকে আটক করে।
এ সংক্রান্তে চারঘাট মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। চারঘাট উপজেলায় মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম।