Saturday, March 25, 2023

মতিহারে অপহরণ ও চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাতুল সরকার, রাজশাহী: অপহরণ ও চাঁদাবাজি মামলায় রাজশাহী মহানগরীতে মোঃ পারভেজ আলী অরফে হৃদয় নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে মহানগরীর মতিহার থানাধিন ধরমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ পারভেজ আলী অরফে হৃদয় নগরীর মতিহার থানাধীন ধরমপুর (বিস্কুট ফ্যাক্টরী) এলাকার মোঃ দুলালের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।

তিনি জানান, গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইবলিশ চত্বরে বান্ধবীর সঙ্গে কথা বলছিলেন নাজমুল হাসান। ওই সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক এসে ছাত্রীকে বাসায় যেতে বলে এবং ছাত্র নাজমুলকে রুয়েটে তুলে নিয়ে যায়। রুয়েটে নিয়ে তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাকে কাজলা সুইটের মোড়ে একটি গ্যারেজে নিয়ে মারধর করে। প্রাণে বাঁচতে তৎক্ষণাৎ ২০ হাজার টাকা দিতে বলা হয়। ভুক্তভোগী তার বন্ধুদের ফোন দিয়ে টাকা চায়। টাকা দিতে বিলম্ব হওয়ায় অভিযুক্তরা তার বাবাকে ফোন দিয়ে ৫০ হাজার টাকা দিতে চাপ দেয় এবং নাজমুলকে মারধর করেন।

একপর্যায়ে নাজমুলের বন্ধুরা মতিহার থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং রুয়েটের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাহ আলম রাতুল, কামরান সিদ্দিক রাশেক এবং নূর মোহাম্মদ নাবিলকে আটক করে থানায় নিয়ে আসে। পরের দিন (৮ ফেব্রুয়ারী) বুধবার ভুক্তভোগী ইনিস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) ছাত্র মোঃ নাজমুল হাসান বাদী হয়ে আটককৃত ৩জনসহ ছাত্রীলীগ নেতা হৃদয়ের বিরুদ্ধে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪, তাং-৮/২/২০২৩।
মামলার পর থেকে ছাত্রলীগ নেতা হৃদয় পলাতক ছিলো। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা।
শনিবার দুপুরের দিকে অপহরণ ও চাঁদাবাজির মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়