Wednesday, March 29, 2023

রাজশাহীর ইউসুফপু ইউনিয়নে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দফায় দফায় বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও রাজবন্দীদের মুক্তি-সহ ১০ দফা দাবিতে সারাদেশে পদযাত্রা সফল করার লক্ষ্যে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নে শান্তিপূর্ণ অনুষ্ঠিত হয়েছে।

পদযাত্রায় নেতৃত্ব ছিলেন, চারঘাটের কৃতি সন্তান, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল। উক্ত পথযাত্রায় উপস্থিত ছিলেন চারঘাট ইউসুফপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের ৫শতাধিক নেতাকর্মীরা।

এছাড়াও কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী জেলা, বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপি, ও সহযোগী সংগঠনের উদ্যোগে , বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়ার দেশে ফেরা, তত্ত্বাবধায়ক সরকার সহ ১০ দফা দাবি আদায়ের প্রেক্ষিতে আনোয়ার হোসেন উজ্জ্বলের পক্ষে পথযাত্রার কর্মসূচি পালন করা হয়।

পথযাত্রায় উপস্থিত ছিলেন , সাবেক মেয়র ও সভাপতি মোঃ নজরুল ইসলাম মাস্টার, সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ একাব উদ্দিন মাস্টার, আব্দুর রশিদ সাবেক প্রচার সম্পাদক বাউসা ইউনিয়ন, নবাব আলী, নজরুল ইসলাম মাস্টার, সান্টু মাস্টার, জাহাঙ্গীর হোসেন, আব্দুস সাত্তার, শিমুল হোসেন, পিন্টু আলী, আলাউদ্দিন, রান্ট, বদর আলী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়