Wednesday, March 29, 2023

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ১জন

সারোয়ার জাহান বিপ্লব: অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ এর দিকনির্দেশনায় এসআই/প্লাবন কুমার সাহা, সঙ্গীয় রোমিও-৩১ অফিসার ও ফোর্সসহ চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম বারোরাস্তার মোড়স্থ জনৈক মোঃ ডালিম (৪২) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ হাসান আলী (২৭), পিতা-মোঃ মিরাজ আলী, সাং-জামালপুর, থানা- চন্দ্রিমা, মহানগর রাজশাহীকে আটক করেন চন্দ্রিমা থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি ডালিমের হেফাজত হতে জব্দকৃত আলামত চোরাই তার ১। কালো রংয়ের পুরাতন ব্যবহৃত ৪৯ গজ অ্যালুমিনিয়ামের বৈদ্যুতিক তার, যাহার মূল্য অনুমান-১,৪৭০/-(এক হাজার চারশত সত্তর) টাকা ২। কালো রংয়ের পুরাতন ব্যবহৃত ০৭ গজ তামার বৈদ্যুতিক তার, যাহার মূল্য অনুমান-৫৬০/-(পাঁচশত ষাট) টাকা, ৩। ০১টি কালো হলুদ হাতল বিশিষ্ট স্টিলের ক্যাবল কাটার, যাহার মূল্য অনুমান-১৫০(একশত পঞ্চাশ) টাকা, ৪। ০২টি প্লাস্টিকের বাজার করা ব্যাগ, যাহার মধ্যে উপরোক্ত আলামত সমূহসহ রক্ষিত ছিল।

উপরোক্ত আলামত সমূহ জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়