Sunday, April 2, 2023

জমি দখলে নিতে খড়ের পালায় অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক : বাগমারায় এক কলেজ শিক্ষকের জমি দখলে নিতে অগ্নিসংযোগ করে খড়ের পালা পুড়িয়ে দিয়েছেন গনিপুর ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য তোজাম্মেল হক তোজা।

এছাড়া হামলা চালিয়ে ওই জমিতে থাকা টিনের ঘর ভাঙচুর ও বিভিন্ন প্রজাতির আমগাছের চারা কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় কলেজ শিক্ষক আব্দুর রাজ্জাক বাদী হয়ে গ্রামপুলিশ তোজাম্মেল হক তোজাসহ ১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। গত শনিবার থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

জানা গেছে, গনিপুর ইউনিয়নের বাজেকোলা গ্রামের মৃত গরিবুল্লাহ মোল্লার ছেলে কলেজ শিক্ষক আব্দুর রাজ্জাকের ক্রয়কৃত জমি দখল নিয়ে গ্রামপুলিশ তোজাম্মেল হক তোজা ও একই গ্রামের আরব আলীর সঙ্গে বিরোধ চলছিলো। সম্প্রতি আদালতের একটি মামলায় আব্দুল রাজ্জাকের পক্ষে রায় হয়। কিন্তু সেই রায় অমান্য করে গ্রামপুলিশ তোজাম্মেল হক তোজা ও আরব আলীর নেতৃত্বে ১০-১২ জন ভাড়াটিয়া ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার রাতে কলেজ শিক্ষক আব্দুর রাজ্জাকের ক্রয়কৃত জমিতে থাকা খড়ের পালায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয় এবং হামলা চালিয়ে টিনের ঘর ভাংচুর ও বিভিন্ন প্রজাতির আমগাছের চারা কেটে ফেলে।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে গ্রামপুলিশ তোজাম্মেল হক খড়ের পালায় অগ্নিসংযোগের কথা অস্বীকার করে বলেছেন, অনেক দিন ধরে তিনি আদালতে হাজিরা দিয়ে আসছেন। তবে কখন কার পক্ষে রায় হয়েছে তা তিনি জানেন না।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়