8.3 C
New York
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

গোমস্তাপুরে ‘বীর নিবাস’ পেলেন অসচ্ছল মুক্তিযোদ্ধারা

সিনিয়র স্টাফ রিপোর্টার: আমিনুল ইসলাম : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা পেলেন ‘বীর নিবাস’।

বুধবার ( ১৫ ফেব্রুয়ারী) সকাল সারে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন জানান, গোমস্তাপুর উপজেলায় সমন্বিত ৩৫১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে ‘ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্প ‘ এর অধীন বীর নিবাস নির্মাণ করে দেওয়ার জন্য তালিকা করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৫ জন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর নিবাস’ দেওয়া হয়। এবং বাকি ৬০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আগামী ডিসেম্বরের মধ্যে ‘বীর নিবাস’ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক এ প্রকল্পের শুভ উদ্ভোদন করেন।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading