
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় বেপরোয়াভাবে চালানো মোটরসাইকেলের ধাক্কায় পাাঁকা রাস্তায় ছিটকে পড়ে আশি বয়োষার্ধ ফাতেমা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত ফাতেমা বেগম দেবোত্তর-বিনোদপুর গ্রামের মৃত মখসেদ আলীর স্ত্রী।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটার দিকে পাকুড়িয়া ইউনিয়নের জোতনাশি এলাকার জমসেদের মোড়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হন ওই নারী।
বিষয়টি নিশ্চিত করে বৃদ্ধার মেয়ে জামাই জালাল উদ্দিন বলেন, তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার চিকিৎসক নুর- উস সাবহা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়। তাৎক্ষনিক তার নাম ঠিকানা জানা যায়নি। মোটরসাইকেল জব্দের বিষয়টি জানতে চাইলে ঘটনা তদন্তকারি অফিসার এসআই হারুন বলেন, এবিষয়ে আমি কিছু বলতে পারবো না।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, নিহত নারির পরিবারের পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।