Wednesday, March 29, 2023

রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত । ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার সদস দপ্তর আশরাফুল ইসলাম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( পুঠিয়া সার্কেল) মো: রাজিবুল হাসান।

সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, ডিসিপ্লিন বজায় রাখা, পেশাদারিত্ব বজায় রাখা, জনসাধারণের সাথে ভালো আচরণ করা, নিজ নিজ অফিস প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়া পুলিশ সুপার ডি স্টোর, সি স্টোর, পুলিশ লাইন্স অস্ত্রাগার, পুলিশ ব্যারাক ও মোটরযান শাখা পরিদর্শন করেন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়