Wednesday, March 29, 2023

পরিবার পরিকল্পনার অধিদপ্তরাধীন পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

নিউজ রাজশাহী ডেস্ক: রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৮(আট) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ ১৫.০০ ঘটিকা হতে ১৬.৩০ ঘটিকা পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ প্রশিক্ষাণার্থী মনোনয়নের নিমিত্ত লিখিত (MCQ-পদ্ধতি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো : রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স, রাজশাহী, শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী।

আজ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়