Wednesday, March 29, 2023

বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ

আপেলমাহমুদ রাঙ্গা, বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত পোনে ১০ টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের বাড়ি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া গ্রামের ব্র্যাক মোড়ে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির ফুপাতো ভাই। সেই সাথে ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডলের বড় ভাই।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়