Saturday, March 25, 2023

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সফল করার আহ্বান

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার আহ্বান জানিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জন্মের পর থেকে ১ মাস শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর ৬ মাস বয়স না হওয়া পর্যন্ত বাড়িতে একটি সুষম খাদ্য চালিয়ে যেতে হবে এবং মায়ের ২ বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে।

২০ ফেব্রুয়ারি ৬ থেকে ১২ মাস বয়সী শিশুদের ১ লাখ নীল ক্যাপসুল এবং 12 থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লাখ লাল ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে জেলায় ৬টি স্থায়ী ক্যাম্প ও ১ হাজার ১২০টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।

সিভিল সার্জন বলেন, ভিটামিন এ শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। এটি শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তিও বজায় রাখে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের ক্ষতি করে না। তিনি জেলার সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

ভিটামিন এ ক্যাপসুল গ্রহণের গুরুত্ব এবং ভিটামিন এ ক্যাপসুল এর প্রাণী ও উদ্ভিজ্জ উৎস সম্পর্কে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়