Sunday, April 2, 2023

আগামীকাল বাগমারা সফর করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক

আপেল মাহমুদ রাঙ্গা, বাগমারা প্রতিনিধি: আগামীকাল শনিবার রাজশাহীর বাগমারায় এক দিনের সফর করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক।

বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের আমন্ত্রণে তিনি বাগমারায় সফর করবেন।

সকাল ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হেলিকপ্টার যোগে বাগমারার শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজের হ্যালিপ্যাডে অবতরণ করবেন।

এক দিনের এই সফরের শুরুতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক ভবানীগঞ্জের চাঁনপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। পরে উপজেলা এরপর বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শুভ উদ্বোধন করবেন।

পরে ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করবেন। মতবিনিময় শেষে তিনি আবারো সালেহা ইমারত কোল্ড স্টোরেজ হ্যালিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়