Wednesday, March 29, 2023

নির্বাচনের ২বছর পেরিয়ে গেলেও কোন প্রতিশ্রুতি পূরণ করেনি কাউন্সিলর কার্তিক সাহা

ক্রাইম  রিপোর্টারঃনির্বাচনের ২ বছর পেরিয়ে গেলেও ভোটার ও সাধারণ জনগনকে দেওয়া কোন প্রতিশ্রুতি পূরণ করেনি তাহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী কার্তিক সাহা। ২০২১সালের ১৪ ফ্রেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়া নির্বাচনে তাহেরপুর পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে উটপাখি মার্কা নিয়ে কাউন্সিলর নির্বাচতি হন তিনি।কিন্তু নির্বাচনের ২বছর পরেও কোন প্রতিশ্রুতি পূরণ না করায় ৩নং ওয়ার্ডের সাধারণ জনগনের মাঝে তীব্র সমালোচনা জন্ম দিয়েছে।ফলে কাউন্সিলর কার্তিক সাহার প্রতি ক্রমেই আস্থা হারাচ্ছে ভোটারগন।

২০২১সালে অনুষ্ঠিত নির্বাচনে ৯দফা নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন তিনি।তবে প্রতিশ্রুতির সেই ৯দফার একটিও বাস্তবায়ন হয়নি বলে সাংবাদিকদের কাছে জানিয়েছে একাধিক ভোটারগণ।
সঞ্জয় দাস নামের এক ভোটার বলেন,কার্তিক সাহার প্রতিশ্রুতি দেখে তাকে ভোট দিয়েছিলাম যাতে ওয়ার্ডের উন্নয়ন হয় কিন্তু এখন দেখছি সে সব ইস্তেহারের সবগুলোই ছিলো শুভংকরের ফাঁকি।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন বলেন,নির্বাচনের সময় তিনি ৩নং ওয়ার্ডের সকল জনগণের জন্য বিনামূল্যে এ্যাম্বুলেন্স দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ২বছরে রোগীদের জন্য একটা ভ্যানের ব্যবস্থা পর্যন্ত করে দেয়নি কাউন্সিলর কার্তিক সাহা।

কাউন্সিলর কার্তিক সাহার ৯দফা নির্বাচনী ইস্তেহারে নতুন রাস্তা নির্মাণ,গরিব ও মেধাবি শিক্ষার্থীদের অর্থ সাহায্য প্রদান,খেলার মাঠ তৈরি,ডাস্টবিন নির্মাণ,সংস্কৃতিক কর্মীদের সার্বিক সহায়তা প্রদান,নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি,আধুনিক ব্যায়ামাগার তৈরি করে দেওয়া, যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির মত প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।কিন্তু সরেজমিনে এসব কোন উন্নয়ন দেখা যায়নি ৩নং ওয়ার্ডে।

এ প্রসঙ্গে কাউন্সিলর কার্তিক সাহার কাছে একাধিকবার ফোন দিলে সে ফোন রিসিভ করে নাই।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়