Sunday, April 2, 2023

বিপুল পরিমাণে ইয়াবা সহ বিজিবির হাতে রোহিঙ্গা আটক

স্টাফ রিপোর্টারঃকক্সবাজারের উখিয়ায় এক লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজাপালং ইউনিয়নের তুলাতুলি জলিলের গোদা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম শরিফ হোসেন (২১)। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহমেদের ছেলে। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস টহলদল জানতে পারে, মিয়ানমার থেকে বিপুল পরিমাণে ইয়াবার একটি চালান আসছে। টহল টিম রাজাপালং ইউপির তুলাতুলী জলিলের গোদা এলাকায় অভিযান চালিয়ে শরিফ হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হবে

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়