Saturday, March 25, 2023

রাজশাহীতে ‘চ্যালেঞ্জিং অব ডেভেলপমেন্ট ইন দি কনটেক্স অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিউজ রাজশাহী ডেস্ক: রাজশাহীতে ‘চ্যালেঞ্জিং অব ডেভেলপমেন্ট ইন দি কনটেক্স অব বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পবার আশ্রয় হলরুমে শুক্রবার সকালে দুই দিনব্যাপি এই সেমিনারের উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনথ্রোপলজি বিভাগের সাবেক প্রফেসর ও আশ্রয়’র নির্বাহী পরিচালক ড. আহসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বাংলাদেশের প্রেক্ষিতে উন্নয়ন প্রতিবন্ধকতা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ইনডেপেন্ডেট বিশ্ববিদ্যালয়ের উপ ভাইস সেন্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মিজানউদ্দীন। প্রদত্ত বিষয়ের ওপর বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।

উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মেধাবি শিক্ষার্থীবৃন্দ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়