
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মোহনপুর উপজেলায় ১০০ গ্রাম হেরোইনসহ আজমল হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৩টায় মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়নের তাহেরপুর পাকুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক করাবরী আজমল হোসেন মোহনপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) এ তথ্য নিশ্চিত করেছে মোহনপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সেলিম বাদশাহ।
তিনি বলেন, আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।