
সিনিয়র স্টাফ রিপোর্টার: আমিনুল ইসলাম
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০ শে ফেব্রুয়ারী ২০২৩ উপলক্ষে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকতা ডা. মোঃ আব্দুল হামিদ, ডাঃ ইসমাইল হোসেন,ডাঃ ফিরোজ আলী সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারি কর্মকর্তাগণ।
সভায় জানানো হয়,উপজেলায় মোট ১৯৪ টি কেন্দ্রে মোট ৩৬ হাজার ৫৯ জনকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪ হাজার২৮৬ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩১ হাজার ৭৭৩ জন
শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।