
মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
সোমবার ২০ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লালমনিরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় সাংবাদিককে এ কথা জানান। স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত একদিনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ২০ ফেব্রুয়ারি সোমবার লালমনিরহাট জেলায় মোট ১ লাখ ৯২ হাজার ৬৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হইবে। তাদের মধ্যে ৩২৮ জন প্রতিবন্ধী।
৬-১১ মাস বয়সী শিশুদের ১টি সবুজ রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ২১ হাজার ৩৫৬ জনের মধ্যে ৫০ জন প্রতিবন্ধী।
১২-৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮০ জনের মধ্যে ২৭৮ জন প্রতিবন্ধী।
জেলার মোট ১ হাজার ১২০টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এই স্থায়ী টিকাদান কেন্দ্রগুলির মধ্যে ৬টি অস্থায়ী ১১২০টি। এছাড়াও, মায়ের দুধের সাথে জন্মের পর প্রথম ৬ মাস (১ ঘন্টার মধ্যে) একচেটিয়া বুকের দুধ খাওয়ানোর পুষ্টির বার্তা প্রচার করা হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে এবং যারা বাদ পড়েছেন তাদের নিজ নিজ কমিটির ক্লিনিকে খাওয়ানো চলছে।
এই ভিটামিন-এ প্লাসের গুণাগুণ উল্লেখ করে সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, ভিটামিন এ শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে যার ফলে শিশুকে রাতকানা রোগ থেকে রক্ষা করে।