Wednesday, March 29, 2023

অভয়নগরে গেইটম‍্যানের গাফিলতিতে ট্রাক-ট্রেন সংঘর্ষ

বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে গেইটম‍্যানের গাফিলতিতে ভাঙ্গাগেট রেলক্রসিং এ ট্রাক-রেলগাড়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির সামনের অংশটি দুমড়ে মুচড়ে গেলেও ড্রাইভার হেলপার লাফিয়ে নেমে যেতে সক্ষম হয়।

সরেজমিনে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি সকাল ১১.৪০ টায় যশোর থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিং অতিক্রম করার প্রাক্কালে দীর্ঘ সময় ধরে হর্ণ দিলেও গেইটম‍্যান পিতিষ দাস(২৮) গেইট বার না ফেলে মোবাইল নিয়ে ব‍্যস্ত থাকায় স‍্যানিটারী মালবাহী ঢাকা মেট্রো ট ১৪-৮১৯৩ ট্রাকটি রেল শ্লিপারের উপর সামান‍্য উঠে পড়ে। এতে রেলগাড়ির সাথে সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক সুমন(২৮), হেলপার(২৫) লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পায়।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি গেটম‍্যানের গাফিলতিতে দূর্ঘটনা ঘটেছে। আমরা দূর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে ফেলার চেষ্টা করছি।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়