
সারোয়ার জাহান বিপ্লব: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেন রাজশাহী মহানগরীর হাজারাপুকুর ডাবতলা এলাকার সোলেমানের ছেলে মোঃ লালু।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ।
তিনি বলেন, বুধবার (২২ফেব্রুয়ারী) রাতে এসআই মোঃ সাহাব উদ্দীন আল ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় পৃথক অভিযানকালে পাবিবারিক আদালত গোদাগাড়ী,রাজশাহী’র মামলা নং নং-৯৩/১৬, ধারা-পাঃ আইনের ১৬ (৩)বি,সিআর (সাজা) নং-৯৩/১৬ F/C মূলে ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।