Saturday, March 25, 2023

রাজশাহীতে ট্রলির ধাক্কায় মুরগি ব্যবসায়ী নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নিউজ রাজশাহী ডেস্ক: রাজশাহীতে ইট বোঝাই ট্রলির ধাক্কায় ভ্রাম্যমান মুরগি ব্যবসায়ী কামাল হোসেন নিহতের ঘটনায় মামলায় ট্রলি চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রবিবার দুপুর সোয়া ৩ টার দিকে মহানগরীর বেলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ট্রলি চালক কাটাখালি এলাকার বাখরাবাজ এলাকার লিটনের ছেলে আব্দুর রহমান বর্ষণ (২১)।

উল্লেখ্য যে, গত ২২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টার দিকে মহানগরীর ভদ্রা হতে তালাইমারীগামী বাবুল পেট্রোল পাম্পের সামনে বেপরোয়া গতিতে একটি ভুটভুটি মুরগরি ব্যবসায়ী কামাল উদ্দিন মিয়াকে রাস্তায় চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয়। পরে অজ্ঞাতনামা গাড়ি চালক এবং হেলপার ভুটভুটি রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে মৃত কামাল এর ভাতিজা আবজাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা চালক ও হেলপারের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে। এরপর র‌্যাব অজ্ঞাতনামা চালক ও হেলপারককে সনাক্তকরণের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং পেট্রোল পাম্পের ভিডিও ফুটেজ সংগ্রহ করে ড্রাইভার ও হেলপারকে সনাক্ত করে।

র‍্যাব-৫ রবিবার বিকেলে বেলপুকুর এলাকা হতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক গাড়ি চালক আব্দুর রহমান বর্ষণকে গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়