22 C
New York
বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

মোহনপুরের কেশরহাট পৌরসভায় বাসের ধাক্কায় স্কুল শিক্ষকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষক ও এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কেশরহাপ ওয়ালটন প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্কুল শিক্ষক মোস্তাফিজুর রহমান উজ্জল। তিনি কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাকইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। নিহত অপরজন ভ্যান চালকের নাম মোবারক হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত শিক্ষক মোস্তাফিজুর রহমান সোমবার সকালে কেশরহাট বাজার হতে ভ্যানযোগে নাকইল গ্রামে বাড়ি ফেরার পথে ওয়ালটন প্লাজার সামনে এলে নওগাঁ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হানিফ পরিবহন ঢাকা মেট্রো-ব ১৪-৪৪৪২ নামের যাত্রীবাহী বাসটি ভ্যানে ধাক্কা দিলে তারা মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে শিক্ষক উজ্জল হোসেন মারা যান। এবং বেলা ২,৩০ মিনিটের দিকে ভ্যান চালক মোবারক হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মোহনপুর থানায় ওসি সেলিম বাদশা বলেন, বাস আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading