Wednesday, March 29, 2023

পবা নওহাটায় সাইদুর রহমান নূরানী মাদ্রাসার ভিত্তি প্রস্তরের উদ্বোধন

সারোয়ার জাহান বিপ্লব: রাজশাহীর পবায় সাইদুর রহমান নূরানী টেকনিক্যাল মডেল মাদ্রাসা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নওহাটা পৌরসভা ২নং ওয়ার্ড পিল্লাপাড়ায় এ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মর্জিনা পারভীন এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস আয়েন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আহসানউল্লাহ, রাজশাহী বার এ্যাসোসিয়েশন এর সভাপতি এ্যাড. মো. ইব্রাহিম হোসেন, পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, আলফোর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক পিনু মোল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রেন্টু, জেলা পরিষদের মহিলা সদস্য শিউলী রানী সাহা, পবা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম।

উপস্থিত পবা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ সাইফুল ইসলাম, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, জেলা যুবলীগের সম্পাদক কাজী মোজাম্মেল হক, নওহাটা পৌরসভা সংরক্ষিত আসনের কাউন্সিলর আসমা বেগম, রেশভানু বেগম, রাশেদা বেগম, পবা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নারিফা বেগম, নওহাটা পৌরসভা ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রহমতউল্লাহ, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়