Wednesday, March 29, 2023

র‌্যাব-৬ এর অভিযানে অ্যাপস এর মাধ্যমে অবৈধভাবে ডলার ও দেশীয় অর্থ লেনদেন চক্রের মূলহোতাসহ ০৫ জন গ্রেফতার

মোঃ মিজানুর রহমান,স্টাফ রিপোর্টার খুলনা: খুলনা জেলার রুপসা থানা এলাকায় একটি চক্র দীর্ঘদিন যাবত 1XBET, Velki live সহ বিভিন্ন বেটিং ওয়েব সাইটের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে। উক্ত চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির নিকট হতে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এবং বিকাশ/নগদ/রকেট/ইউপে একাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব-৬, খুলনার একটি আভিযানিক দল ০১ মার্চ ২০২৩ তারিখ রাতে খুলনা জেলার রুপসা থানাধীন পূর্ব রুপসা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন বেটিং এর মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন চক্রের মূলহোতা আসামী ১। মোঃ রাজিব শেখ(৩০), ২। মোঃ এনামুল গাজী(২৮), ৩। মোঃ মেহেদী হাসান(২৯), ৪। মোঃ ইদ্রিস মোল্লা(৪৪), সর্ব থানা-রুপসা, জেলা-খুলনা, ৫। মোঃ মামুন হোসেন(৩০), থানা-কেশবপুর, জেলা-যশোরদেরকে গ্রেফতার করে। এ সময় সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃতদের নিকট হতে অনলাইন বেটিং এর কাজে ব্যবহৃত ০৫টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন হতে বিভিন্ন ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে বিকাশ/নগদ/উপায়/রকেট ছাড়াও অ-অনুমোদিত বিদেশী অ্যাপস মোবিক্যাশ এর সাহায্যে 1XBET সহ অন্যান্য অবৈধ বেটিং এ আয় ও ব্যয়কৃত ডলার এবং দেশীয় অর্থ অবৈধ উপায়ে লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীদের খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।ং

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়