
নিউজ রাজশাহী ডেস্ক: সিরাজগঞ্জ সদরে ১১৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন খোকসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের দিক নির্দেশনায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ আরিফুল ইসলাম(২২), সে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার রামাইল গ্রামের মৃত শেজাবের ছেলে।
জিজ্ঞাসাবাদে জানা যায় , আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।