Wednesday, March 29, 2023

মশা নিয়ন্ত্রণে ফগার স্প্রে কার্যক্রম শুরু রাসিকের

নিউজ রাজশাহী ডেস্ক: মশক নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে ফগার মেশিনে কীটনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করছে রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ। ৩ মার্চ শুক্রবার সকাল থেকে এ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাসিকের পরিচ্ছন্ন বিভাগ কর্মপরিকল্পনা গ্রহণ এ কার্যক্রম বাস্তবায়ন করছে। কর্মপরিকল্পনা অনুযায়ী এ কার্যক্রম চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। প্রতিদিন পাঁচটি ওয়ার্ডে সকাল সাড়ে ৬টা হতে ও বিকাল ৪টা হতে দুইবেলা ৩০টি ওয়ার্ডে মোট ১৪দিন চক্রাকারে ফগার মেশিনে কীটনাশক স্প্রে করা হবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী গত ৩ মার্চ হতে শুরু হয়ে ১৬ মার্চ ২০২৩ পর্যন্ত সপ্তাহের প্রতি শুক্রবার ০৯, ১১, ১২, ১৩, ২২নং ওয়ার্ড এলাকায়, শনিবার ০৬, ০৭, ০৮, ১০, ১৪ নং ওয়ার্ড এলাকায়, রবিবার ০১, ০২, ০৩, ০৪, ০৫নং ওয়ার্ড এলাকায়, সোমবার ২০, ২১, ২৩, ২৪, ২৭নং ওয়ার্ড এলাকায়, মঙ্গলবার ২৫, ২৬, ২৮, ২৯, ৩০নং ওয়ার্ড এলাকায়, বুধবার ১৫, ১৬, ১৭, ১৮, ১৯নং ওয়ার্ড এলাকায় ফগার স্প্রে করা হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয়ভাবে ফগার স্প্রের কর্মপরিকল্পনায় মহানগরীর বিভিন্ন সরকারী, আধা-সরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও অন্যান্য অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালিত হবে।

পরিচ্ছন্ন বিভাগ জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, মেশিনের যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন কারণে কীটনাশক স্প্রে বন্ধ হলে পরবর্তী কর্ম তালিকা অনুযায়ী স্প্রে’র কাজ পরিচালিত হবে। প্রতিদিন কর্ম তালিকা মোতাবেক ৫টি ওয়ার্ডে কাউন্সিলরগণের সহযোগিতায় সকাল সাড়ে ৬টা হতে ও বিকাল ৪টা হতে স্ল্যাব, ড্রেন, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, হাউজ, সেফটি ট্যাংকি ও জঙ্গলে এ কার্যক্রম পরিচালনা করা হবে। রাসিকের এ কার্যক্রমে সহযোগিতা করতে মহানগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়