Wednesday, March 29, 2023

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা

মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা শনিবার (৪ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের কালীবাড়িস্থ চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে ও মডারেটরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: সাখাওয়াত হোসেন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্য ফেরদৌস আলম, ডাঃ কাসেম আলী, রুহুল আমিন রাজু, বিশ্বজিৎ সরকার, বাদশা আলমগীর, কামাল হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোড়ল হুমায়ুন কবির, সাবেক সভাপতি আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল, পরিচালক মোঃ সিরাজুল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ আশিকুজ্জামান সোহাগ, মোঃ মাজমুল হোসেন প্রামানিক, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, মোঃ আওলাদ হোসেন লিটন, মোঃ আলী হাসান নয়ন, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, মোঃ হুমায়ুন হোসেন প্রমুখ। এই সময়ে সওদাগর, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, মোঃ আব্দুল খালেক বাবু, মোঃ শাহাদাত হোসেন, মোঃ রমজান আলী সুজন, মোঃ সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সুমন খান, সাবেক সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা প্রমুখ।

বর্তমান বৈঠকে ২০২২ সালের অডিট রিপোর্ট (আয়-ব্যয়) অনুমোদন এবং ২০২৩ সালের নিরীক্ষা ফি নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সাধারণ সদস্যরা তাদের বক্তব্যে সংগঠনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। কার্যনির্বাহী পরিষদ তা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

পরে ২০/- মূল্যের শুভেচ্ছা র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে ৭টি মোবাইল সেট, ১টি ইন্ডাকশন প্যান, ১টি রাইস কুকার, ১টি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন বিতরণ করা হয়।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়