14.2 C
New York
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

দলীয় নেতৃবৃন্দকে দক্ষতার সাথে কাজ করার আহ্বান: এমপি এনামুল হক

আপেল মাহমুদ রাঙ্গা, বাগমারা : রাজশাহীর বাগমারায় আগামী জাতীয় নির্বাচন নৌকার বিজয়ের বিকল্প নেই। জাতীয় নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করতে হবে। জাতীয় নির্বাচন সবার আগে। নৌকার বিজয়ের লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। শনিবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি আরো বলেন, দলীয় নেতৃবৃন্দকে আগের চেয়ে দক্ষতার সাথে কাজ করতে হবে। সামনে নির্বাচন তাই বসে থাকার সময় নেই। প্রতিটি ক্ষেত্রে সংগঠনের সিদ্ধান্তকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। নেতার তালিকায় নাম থাকলেই হবে না নেতৃত্বে দায়িত্বশীল হওয়া জরুরী। নেতার কাজ হচ্ছে নেতৃত্ব দেয়া। নেতার নেতৃত্বের উপর নির্ভর করে সংগঠনের গতি। শুধু কর্মী দিয়ে সংগঠন চলে না। তাই সংগঠন পরিচালনায় নেতার দায়িত্বশীল ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। আওয়ামী লীগের নেতাকর্মীকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশ এগিয়ে চলেছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। দেশে উন্নয়নের ভিত্তি আরো শক্তিশালী করতে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। দলের সবাইকে সুসংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে। দলের মধ্যে থেকে সংগঠন বিরোধী কোন কাজ করা যাবে না। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে রাজনীতিক পরিস্থিতি সাংগঠনিক ভাবেই এগিয়ে নিতে হবে। দ্বন্দ্ব সংঘাত ভুলে নৌকার বিজয়ে কাজ করতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রামানিক, ,দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আলী খাঁ, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক প্রামানিক প্রমুখ। অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কার্যকরি কমিটির সভায় অগ্নিঝরা মার্চের প্রতিটি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল সদস্য মৃত্যুবরন করেছে তাঁদের স্মরণ করে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading