Wednesday, March 29, 2023

রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতাসহ দুইজনকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার

আকাশ সরকারঃ রাজশাহীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে মহানগর ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম শাহেনশাহ সম্রাট(২৬)। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক। নগরীর শাহমখদুম থানার সাবেক তরুণ লীগের সভাপতি এবং বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকার মোঃ জিল্লুর রহমান ওরফে কাট জিল্লুর ছেলে।

অপরজনের নাম কলম (২৮)। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধানিয়ালগাছি এলাকার নুর ইসলামের ছেলে। সোমবার ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকা থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫-এর ডেপুটি এসিটেন্ট ডিরেক্টর (ডিএডি) মোঃ ফকরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল শহরের বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকায় একটি নিল রংয়ের এ্যাপাচী মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলটির পিছনে প্লাস্টিকের ব্যাগে ৮৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা উদ্ধার করা ফেনসিডিলগুলি বিক্রয়ের জন্য বহন করে নিয়ে যাচ্ছিলো বলে স্বীকার করে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়