Sunday, April 2, 2023

নগরীর মতিহারে মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী:- রাজশাহী মহানগরীতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে থেকে ফেনডিডিল-সহ একজন মাদক কারবারী ও ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মতিহার থানার এসআই পলাশ ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃতরা হলো: মতিহার থানাধীন ডাসমারী হিন্দু পাড়া এলাকার আব্দুর জব্বার আলীর ছেলে মোঃ রুবেল আলী (৩৩)। সে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

অপর এক অভিযানে ৫ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ কামরুজ্জামান কামরুলকে (৩২) গ্রেফতার করা হয়। সে একই থানার সাতবাড়িয়া এলাকার মোজাহার আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়