
মাসুদ রানা রাব্বানী :- রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১২০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেসসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধার র্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: রাজশাহীর গোদাগাড়ী থানার পিরিজপুর বাগানপাড়া (মাঝঘাট) গ্রামের মোঃ মোজাম্মেলের ছেলে মোঃ জামিলুর রহমান অরফে ছমির (২৯) ও একই থানার হরিশংকরপুর গ্রামের মৃত নশের আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪৩)।
র্যাব জানায়, বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, গোদাগাড়ীর মাদক কারবারি ছমিরের বসতবাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিল মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বোতল ভারতীয় ফেসসিডিল-সহ তাকে ও মাদক কারবারি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।