Sunday, April 2, 2023

রাজশাহীতে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে শহিদুল ইসলাম (৩৩) নামের এক হেরোইন ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুর ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর খড়বোনা এলাকায় বাসিন্দা। দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এতথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহাব্দীপুর এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে আটক করে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। তার কাছ থেকে ৫৯০ গ্রাম হেরোইন ও একটি পিকআপ জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়