Wednesday, March 29, 2023

রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটি’র সভা অনুষ্ঠিত

সারোয়ার জাহান বিপ্লব: “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” স্লোগানে আজ ১৩ই মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ পূর্বাহ্ণে আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী বিভাগীয় বিআরটিএ অফিসের আয়োজনে ‍রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

সভায় উপস্থিত ছিলেন জনাব শেখ আশরাকুর রহমান, পরিচালক, বিআরটিএ, রাজশাহী, জনাব এ.এস.এম কামরুল হাসান, উপ-পরিচালক (ইঞ্জিন), বিআরটিএ, রাজশাহী, জনাব আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক), রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী, ড. এএইচএম কামরুজ্জামান সরকার, প্রফেসর, পুরকৌশল বিভাগ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সভায় সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, যাত্রী সেবা, ট্র্যাফিক শৃঙ্খলা-সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) জনাব অনির্বান চাকমা, জনাব প্রবীর কুমার পাল, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ট্রাফিক বিভাগ, আরএমপি, রাজশাহী ।

এছাড়াও অনুষ্ঠানে রাজশাহীস্থ বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়