10.5 C
New York
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

স্মার্ট বাংলাদেশের জন্য ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই স্মার্ট হওয়ার আহ্বান: জিএসএম জাফরুল্লাহ

সারোয়ার জাহান বিপ্লব: ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই স্মার্ট হওয়ার আহ্বান জানান রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। বুধবার (১৫ মার্চ) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিএ মন্তব্য করেন।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

জিএসএম জাফরউল্লাহ বলেন, জনগণকে সচেতন করতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের ভূমিকা অপরিসীম। ভোক্তার অধিকার আদায়ের জন্যই বিশ্ব সম্প্রদায় ভোক্তা অধিকার দিবস সৃষ্টি করেছে।

বিভাগীয় কমিশনার বলেন, আমরা নজর কাড়া বেশ কিছু উন্নয়ন সাধন করেছি, যা নিয়ে বিশ্বের দরবারে দেশবাসী আমরা গর্ব করি। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে। ভোক্তা হিসাবে আমাদের অধিকার সচেতনতার অভাব রয়েছে।

এসময় ভোক্তার অধিকার সুনিশ্চিত করার জন্য ভোক্তার মানসিকতা পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়াও ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই স্মার্ট হওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সামসুন নাহার, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিভাগীয় কমিশনার বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ এর উদ্বোধন করেন।

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading