8.3 C
New York
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
spot_imgspot_imgspot_imgspot_img

এবার স্বাক্ষীকে হুমকি দিলেন আসামী আবু সাইদ রাসেল

সায়েম সাব্বিরঃ আইনী প্রক্রিয়ায় লড়াই না করেই মামলার রায় নিজের পক্ষে নিতে বাদী ও স্বাক্ষীর পথরোধ করে মামলা প্রত্যাহার করতে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিলেন আসামী আবু সাইদ রাসেল । এ বিষয়ে দৌলতপুর থানায় একটি সাধারন ডাযেরী দায়ের করেন বাদীর বাবা ও মামলার প্রধান স্বাক্ষী শাহীন মন্ডল। সাধারন ডায়েরী নং ৫২৭ তাং ১০/৩/২৩ ইং। জিডি সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে রৃজুকৃত দৌলতপুর জিআর ১৭০/২২ নং মামলায় ধার্য তারিখে স্বাক্ষী দিতে কুষ্টিয়া যাওয়ার পথে দৌলতপুর উপজেলার জয়রামপুরস্থ বাজারস্থ জনৈক নজিবুল ইসলামের বাড়ির সামনে পৌছালে আবু সাইদ রাসেল ও তার সহযোগীররা বাদীর পথ রোধ করে। মামলা প্রত্যাহার না করলে খুন জখম করে ফেলবে বলে হুমকি দেয়। ইজি বাইক চালক জালাল হোসেন,শিল্পি খাতুনসহ স্থানীয়রা এগিয়ে ্আসলে দ্রুত স্থান ত্যাগ করে আবু সাইদ রাসেল ও তার সহযোগীরা।

ভুক্তভোগী গৃহবধূর পরিবারসূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল’১৭ দৌলতপুর উপজেলার চক দৌলতপুর গ্রামের আবু সাইদ রাসেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐ গৃহবধু। মেয়ের সুখের কথা ভেবে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মটরসাইকেল কিনে দেন বাবা। মটরসাইকেল পেয়েও খুশি হতে পারেনি লোভী রাসেল। মাঝে মাঝে নগদ টাকার বায়না ধরে। কয়েএকবার টাকা এনেও দেয়,তবুও লোভী রাসেলর চাওয়া আরো বেড়ে যায়,জানা য়ায়  একাধীক পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন রাসেল। পরকীয়ার প্রতিবাদ করলে গত ৪ এপ্রিল-২০২২ রাত ৮ টার দিকে বেধড়ক লাঠি   দিয়ে পিটিয়ে স্ত্রীকে আহত করে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ শেষে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী। উপ-পরিদর্শক সুফল সরকার ২১ দিনের মধ্যে তদন্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধিত/০৩) এর ১১(গ)/৩০ ধারায় অভিযোগ পত্র দায়ের করেন। যার নং ২১৩। এই মামলা থেকে রেহাই পেতে গত বছরের ২৬ এপ্রিল ১০ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের আদালতে হাজির হয়ে সংসারের শর্তে আপোস করে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন রাসেল। আপোষনামা আদালতে জমা দিয়ে জামিনে মুক্তি পেয়েই ভোল পাল্টে ফেলেন রাসেল। ভুক্তভোগী স্ত্রীর কোন খোঁজ খবর নেননি রাসেল। এই প্রতারণায় ক্ষুব্ধ স্ত্রী। এ বিষয় এ জানতে  আবু সাইদ রাসেলের মোবাইল ফোনে ফোন দেওয়া হলে সাংবাদিক কে হুমকি দেয় মামলায় অভিযুক্ত রাসেল, আবু সাইদ রাসেলের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন দেখতে চোখ রাখুন

spot_imgspot_imgspot_imgspot_img
আজকের রাজশাহী
spot_imgspot_imgspot_imgspot_img

বিনোদন

- Advertisment -spot_img

বিশেষ প্রতিবেদন

error: Content is protected !!

Discover more from News Rajshahi 24

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading