Friday, March 24, 2023

পবা থানার অভিযানে পলাতক গরু চোর আটক

আকাশ সরকার : রাজশাহীর পবা বাগধানী গ্রামে গরু চুরির ঘটনায় পলাতক আসামি ফরিদ উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ফরিদ আহম্মেদ রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন ইমাদপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

গতকাল শনিবার (১৮মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিৎ করেছেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: রফিকুল আলম। তিনি জানান,

গরু চুরি তার পেশা এবং সে আন্ত:জেলা গরু চোর চক্রের একজন সক্রিয় সদস্য। বিভিন্ন এলাকা থেকে সংগঠিত হয়ে তারা রাতের বেলা গোয়ালঘরের তালা কেটে বা বেড়া ভেঙ্গে পিকআপে করে গরু চুরি করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর, ২০২২ রাতে রাজশাহী পবা থানার বাগধানী গ্রামের শামীম রানার গোয়াল ঘরের শিকল কেটে একটি ষাঁড় ও একটি গাভী চুরি করে নিয়ে যায়। শামীম রানার এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর, পবা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

পরবর্তীতে পবা থানা পুলিশ গত ২ জানুয়ারি ২০২৩ অভিযান পরিচালনা করে চোর চক্রের ৩ জন সদস্যকে চুরি হওয়া ২ টি গরু-সহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী ফরিদ উদ্দিনের নাম উল্লেখ করেন। এর পর পবা থানা পুলিশ আসামি ফরিদ-সহ গরু চুরির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়