Wednesday, March 29, 2023

বগুড়ায় ১৭,০০০ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কুতুবপুর, সারিয়াকান্দি থানা এলাকা থেকে ১৭ হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করেছে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার (১৯ মার্চ) সারিয়াকান্দি থানাধীন কুতুবপুর ইউনিয়নের জনৈক বিপ্লবের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-মোঃ আরিফুল ইসলাম জয় (৩০), পিতা-মোঃ জয়নাল আবেদীন, মাতা-মনোয়ারা বেগম সাং-বরুণ পাড়া, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর বর্তমান ঠিকানা সাং-মানিকনগর হিরো মিয়ার গলি মাজার স্কুল সংলগ্ন, থানা-মুগদা, জেলা-ডিএমপি ঢাকা।

চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুরুল হোদা জানান, রবিবার বিকেলে সারিয়াকান্দি থানাধীন কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত বিপ্লবের দোকানের সামনে পাকা রাস্তার উপর ০১জন ব্যক্তি জাল নোট নিয়ে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এরপর ঘটনাস্থলে থাকা ০১জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা প্রক্রিয়াধীন।

রাজশাহী বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়